জলধি / কবিতা / কমল কুজুরের কবিতা
Share:
কমল কুজুরের কবিতা
পাখিদের বর্ণমালা

 

পাখিদের ভাষা বোঝে না কেউ

মায়ের কাছে কথা বলতে শিখে পাখি গুনে চলে

হাজারো সাগরের ঢেউ।

পাখিদের কোন বর্ণমালা নেই

তারা লিখতে পারে না

কত শত আদিম মানুষের মতো এখনো দুর্বোধ্য

তারা ইট পাথরের নগরে,

আমিও তোমাকে বুঝিনি কখনো

তুমি খাঁচায় বন্দি থেক না অসময় চাঁদ;

তুমি পাখিদের মতো সব শৃঙ্খল ছিঁড়ে উড়ে যাও

তুমি বরং পাখি হও...



অলংকরণঃ তাইফ আদনান