জলধি
/ কবিতা
/ আমিনুল ইসলামের কবিতা
আমিনুল ইসলামের কবিতা
বিজয়ের গান
যুদ্ধ ছিল যুদ্ধ ছিল
যুদ্ধ ছিল দেশে
যুদ্ধ শেষে ঘরে ফেরা
যুদ্ধজয়ীর বেশে।
যুদ্ধজয়ী মুক্তিসেনা
যুদ্ধজয়ী পণ
যুদ্ধজয়ী মায়ের দোয়া
জয়ী জনগণ।
আমরা জয়ী দ্বিতীয়বার
এই তো ইতিহাস
তখন থেকে নতুন বছর
নতুন দিন ও মাস।
বৃষ্টি আসে খরা আসে
ঝড়ও আসে ধেয়ে
শক্ত পায়ে দৃপ্ত চলা
প্রেমের সড়ক বেয়ে ।
নিজের পায়ে মূল ভরসা
ভরসা খোলা চোখ
ভরসা চলা ঐক্যবদ্ধ
ভরসা জয়ী হোক।
সাক্ষী আজো সেই পলাশী
সাক্ষী ভাগীরথী
ব্যক্তিলোভে কেউ হবো না
মীরজাফরের পথিক।
পলাশী থেকে রেসকোর্স
আলো-ছায়ার কাল
মশাল হাতে পথ দেখায়
সিরাজ মোহনলাল।
আমরা আছি আমরা রবো
সজাগ একতায়
সবাই থাকুক ভাই পড়শি
চাই না শত্রুতায় ।
কারও ধনে লোভ করি না
রাখি না গোপন ছুরি
কাঁটা হাতে কারো পথে
হই না আরব বুড়ি।
কিন্তু যদি কেউ হতে চায়
নতুন দেবী সিংহ
আমরা আছি প্রস্তুত প্রাণে
দয়াল, নূরলদীন।
অলংকরণঃ তাইফ আদনান