জলধি / কবিতা / আকিব শিকদারের তিনটি কবিতা
Share:
আকিব শিকদারের তিনটি কবিতা
অনুকরণে অনুসরণে

রাতের নির্জনে তুমি করাত হাতে নামো রাস্তায়।

গোপনে অন্যের বাগানে চারাগাছ কেটে আসো।

সকালে দেখো, একি! তোমার বাগান

কেটে গেছে অন্য করাত চালক, গোপনে।

 

গলির মোড়ে ভাতিজা বয়সি ছেলেটা সিগারেট ফোকে।

দেখেও না দেখার ভান করো। অন্যের ছেলে

নষ্ঠ হচ্ছে, তোমার কী!

এদিকে তোমার মেয়েটা দশজন মুরব্বিকে সাক্ষী রেখেই

ছেলেদের সাথে ডলাডলিতে মাতে।

তারা কেন ফেরাবে! তোমার মেয়ে তো তাদের কেউ না...

 

অথচ, তুমি করাত চালানো স্বরযন্ত্র থামালে

কমে যাবে পৃথিবীর একজন গোপন বৃক্ষনিধক।

সিগারেটখোর ছেলেটাকে ফেরালে

অবক্ষয় থেকে বাঁচবে একটি সন্তান। আর ঠিক তখনই

অনুকরণে অনুসরণে বদলে যাবে সমস্ত পৃথিবী।


ধূলি

আজ মরে দেখো কালকে তোমার

রক্ত মাংস চামড়া হাড়

সুঠাম দেহ সুশ্রী চেহারা নখ দাড়ি চুলগুলি

মাটির গ্রাসে ধূলি ধূলি হবে ধূলি।

 

কত পরিজন, বিশাল উঠান

শানবাঁধা ঘাট বাড়ি আলিশান

এক নিমিষে অন্যের হাতে যাবে সমস্ত চলি

কালক্রমে ধূলি ধূলি হবে ধূলি।

 

আজ মরে দেখো কালকে তোমার

থাকবে শুধু সৎ-ব্যবহার

মানুষে মানুষে ভালোবাসা-বাসি পরোপকারগুলি

বাকি যা ছিল - ধূলি ধূলি হবে ধূলি।

 

থাকতে সময় আল্লারে ডাকো

পরজীবনের সঞ্চয় রাখো

সেজদায় পড়ে জায়নামাজে ঠেকাও মাথার খুলি

নাহলে সব ধূলি ধুলি হবে ধূলি।


মাইক্রোফোন চেক; হ্যালো...

হ্যালো... ওয়ান, টু, থ্রি, ফোর....

হ্যালো, মাইক্রোফোন চেক; হ্যালো...

ফুঁ... ফুউউউউ....

 

ধুত্তুরি ছাই... গণতন্ত্রের কথা বলতে গেলেই

মাইকটা কেমন ঘ্যার ঘ্যার করে। সমাজতন্ত্রের কথা বলতে গেলেই...

হ্যালো... ওয়ান, টু, থ্রি, ফোর.... হ্যালো চেক...

 

কই...! প্রেমের কথা বলি যখন, শরীর উদাম নারীর কথা বলি যখন,

সব ঠিকঠাক! শুধু কাজের কথা, ক্ষুধার কথা, ন্যায্য দাবী,

শোষণমুক্ত শাসনের কথা বলতে গেলেই...

শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন?

ওয়ান, টু, থ্রি, ফোর.... মাইক্রোফোন চেক; হ্যালো...

ফুঁ... ফুউউউউ....



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন