জলধি / কবিতা / অর্ণব আশিকের কবিতা
Share:
অর্ণব আশিকের কবিতা
বিজয় দিবস

 

সোহরাওয়ার্দীর সবুজ মাঠে আলোর ফুলকি

অন্ধকারের খাম ছিন্ন ভিন্ন, দখলদার হায়ানারা 

আত্মসমর্পণের কাগজে করছে স্বাক্ষর 

উদিত হচ্ছে বাংলার স্বাধীনতার ইতিহাস। 

 

বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। 

 

দখলদার হন্তারক সময়ের প্রতিধ্বনিতে 

শুনছে বাঙালির জয় ধ্বনি 

ওরা গোধূলির রক্তিম সূর্য দেখছে রক্তাক্ত হাতে

কড়া নাড়া স্বাধীনতা বাঙালির বুকে

মুক্তির মিছিলে সারা বাংলা  উত্তাল। 

 

বাঙালির স্বাধীনতার সমুদ্রে মুক্তির ঢেউ বহমান

আজ এই সোহরাওয়ার্দী উদ্যানে 

নতুন প্রজন্ম দেখে রক্তিম সূর্য 

অন্ধকারের  পদচ্ছাপে স্বাধীনতার পতাকা

উড়ছে পতপত। 



অলংকরণঃ তাইফ আদনান