জলধি
/ কবিতা
/ অর্ঘ্য রায় চৌধুরী'র তিনটি কবিতা
অর্ঘ্য রায় চৌধুরী'র তিনটি কবিতা
জলজ
যে ডাক ডেকেছ তুমি
সেই ডাকে হৃদ জেগে ওঠে
তোমার ভেতরে স্নান করি
এরপর যদি নাও ডাকো
আমি তো জলের গুল্ম
বেড়ে উঠবো ঠিক।
যখন একা
কেউ কেউ না বলেই দূরে চলে যায়
এতটাই দূর, পৌঁছায় না ডাক
চিঠি লিখতে পারো, চিঠি ভরা
ভেঙে যাওয়ার জমেছে আওয়াজ
কেউ কেউ চলে গেলে
একা হয়ে গেছ
জানলার কাছে
কয়েকটা হাতের ছাপ
তবু লেগে আছে
তুমিও হারাতে পারো
যদি মন চায়
দরজা বন্ধ হয়ে গেলে
তখন তো হারানোই যায়।
দেখা হওয়ার অক্ষরগুলো
কী আশ্চর্য তুমি খুঁজেছ আমাকে
দেশে দেশে, বিকেলের নিমগ্ন আলোয়
উড়িয়েছ হাতচিঠি
এতদিন পর, তোমার বাড়ির ঘাসে
আমিও ফুটেছি ঘাসফুল
অধিকার আমিও পেয়েছি ঘুমে অথবা
বুকের ভিতর একান্ত দুঃখের মত
এবং অন্তহীন সুখে ঠোঁটে ঠোঁট রাখার মতন
কি আশ্চর্য উথাল পাথাল করে
আমিও খুঁজেছি তোমাকে, এ শহরে
অথবা বনে, কবিতার প্রতিটি পাতায়
এতদিন পর দেখা হল।
অলংকরণঃ তাইফ আদনান