জলধি / কবিতা / অজন্তা রায় আচার্যের তিনটি কবিতা
Share:
অজন্তা রায় আচার্যের তিনটি কবিতা
বিশল্যকরণী

 

ভালো লাগা আর না লাগার মাঝের সূক্ষ্ম তন্তু ছিঁড়ে গেছে

ক্রমশ ডুবে যাচ্ছি  ... 

শূন্যগহ্বর...

মৃত তারাকে জড়িয়ে কাঁদে তারার জীবন

শুধু ছাই ওড়া দেখা যায়,

কার কাছ থেকে পালাতে চাই?

 জলের গায়ে সোনালি দাগ !

জলকে জড়িয়ে নিজেকে প্রকাশ করতে পারেনি সোনালি অক্ষর

 এ জীবন যেন জীবন নয়- জলের রেখা

এই পৃথিবী ছেড়ে ,এইসব মানুষ ছেড়ে...

ব্যাগভর্তী বিশল্যকরণী নিয়ে...

 

আতুর তারাদের কাছে যাই, যাই?   


ঈশ্বরের কান্না

 

পাহাড়ের গায়ে তারার মতো আলো ফুটে আছে

কুয়াশা যেভাবে আলোকে ছোট করে দেয়

তোমার মুখ ক্রমশঃ ঢেকে যাচ্ছে স্পষ্ট কুয়াশায়

নাশকতার উড়ন্ত লালচিল

মথিত জীবকোষ

ঈশ্বরের অনাথ কান্না গড়িয়ে নামছে আকাশ পেরিয়ে

পাহাড়ের গা বেয়ে

ঈশ্বরের কান্না শুষে নিচ্ছে মাটির অবচেতন মন

 

শস্যসম্ভবা হবে বলে 


অচেনা স্টেশন

 

হঠাৎ করেই বাঁশি বাজিয়ে থেমে গেল ট্রেন

হলুদ নিয়নের মায়া ধুয়ে দিচ্ছে ছোট্ট চত্তর,যেন প্রাগৈতিহাসিক

মনে হচ্ছে বহুদূর খাদ থেকে ভেসে আসছে কথার টুকরো

ঢিলেঢালা কিছু গাছ… খড়ি ওঠা লাল মাটি…সামান্য লোক

হঠাৎচোখে  দেখতে পেলাম নীল ওড়নায় জড়ানো সরস পদ্ম

আড়াআড়ি দৃষ্টি দিয়ে গোলমুখের নির্লজ্জ চাঁদ        



অলংকরণঃ তাইফ আদনান